• বিশেষ প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে ৪৮ঘন্টার অবস্থান কর্মসূচী

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দেশের উত্তরের ৫টি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আন্তজাতিক নদী তিস্তা।ভারতের আসামে উৎপত্তি হওয়া এ নদীটির দুই তীরে রয়েছে ৫লক্ষাধিক মানুষের বসবাস।ভারতের একতরফা নীতির কারণে তিস্তা এখন মৃতপ্রায়।বিগত সরকার তিস্তাকে ঘিরে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছিল।যা আজো বাস্তবায়িত হয়নি।তাই মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তাপাড়বাসী লাগাতার ৪৮ঘন্টার অন্দোলন কর্মসূচী দিয়েছে।আগামী সোম ও মঙ্গলবার দুইদিনের এ আন্দোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তামহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাচাঁই শিরোনামে তিস্তার দুইপাড়ে ১৭ ফেব্রুয়ারী সোমবার সকালে শুরু হয়ে টানা ৪৮ঘন্টা আন্দোলন কর্মসূচীর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ডাকে এ কর্মসূচীতে তিস্তার দুই পাড়ে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।এরই মধ্যে তিস্তার চরে স্থাপন হয়েছে পানি,বিদ্যুৎ সংযোগ লাইন,বসার জায়গা,স্যানিটেশন, নামাজ ঘর,তাবু স্থাপন সহ সকল আয়োজন।আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন এ কর্মসূচীকে ঘিরে।

লোকজনকে উদ্বদ্ধ করতে প্রস্তুতি সভা,সংবাদ সম্মেলন,লিফলেট বিতরণ,পদযাত্রা,মাইকিং,ব্যানার ফেস্টুন সহ নানাধরনের প্রচারণমূলক কাযর্ক্রম চলছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক একে এম মমিনুল হক জানান,এ আন্দোলনে অংশ নিতে মানুষজনের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিস্তাপাড়ের ১০টি স্থানে মঞ্চ স্থাপন করে একযোগে শুরু হওয়া এ আন্দোলন কর্মসূচীতে নদীপাড়ের জীবনযাত্রা কেন্দ্রীক সিনেমা সাঁতাও প্রদর্শন,ভাওয়াইয়া,লোকগীতি গান সহ সেমিনার অনুষ্ঠিত হবে।সকলে পায়ে হেঁটে তিস্তা নদী পার,ঘুড়ি ওড়ানো সহ ১১৫ কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্জলনের কর্মসূচী রয়েছে।

তিস্তা পাড়ের বাসিন্দা আশরাফ হোসেন,রহিম মির্জা,আব্দুর রশিদ জানান,আমরা রিলিফ চাইনা,আমরা তিস্তা খনন,তিস্তার দুই পাড়ে বাঁধ নির্মাণ সহ তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ণ চাই।আমরা বাড়ী থেকে খাবার,গরম কাপড় নিয়ে তিস্তা পাড়ে জনসমাবেশে অংশ নিব।আমাদের মতো হাজার হাজার মানুষ এ আন্দোলনে অংশ নেয়ার প্রস্তুতি গ্রহন করেছে।

এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,ভারতের একতরফা নীতির কারনে তিস্তা বেশির ভাগ সময়ই পানিশুণ্য হয়ে পড়ে।আবার বর্ষাকালে দেখা দেয় বন্যা।কয়েক লাখ মানুষ হয়ে পড়ে পানিবন্দী।তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান অন্তবর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবী পূরণ না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দুর্ভোগ লাঘবের  দাবী আন্দোলনরত মানুষের।

মন্তব্য (০)





image

২৩ বছরেও কাজে আসেনি চাটমোহরের নিমাইচড়ার সেতুটি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে করতোয়া ...

image

সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় ১০ একর জমির ধান নষ্ট, কৃষক চরম ক্...

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে কৃষি ...

image

বিরামপুরে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুম...

image

বাঁধের ভেতর বাঁধ নিমার্ণে অস্তিত্ব সংকটে সোনাভরি নদী, বিপ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সোনাভরি নদীতে বাঁধ নির্মাণের অ...

image

সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্ম...

  • company_logo