• সমগ্র বাংলা

গাজীপুরে একটি সবজি ক্ষেতে মিলল পাঁচটি মর্টারশেল

  • সমগ্র বাংলা
  • ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৮:২৮:২৬

ছবিঃ সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ গাজীপুরে একটি সবজি ক্ষেত থেকে পাঁচটি মর্টারশেলসহ কিছু যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত ওসমান বলেন, ‘স্থানীয় সানাউল্লাহ মন্ডলের সবজি ক্ষেতে গর্ত করার সময় মর্টারশেলগুলো দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মর্টালশেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, ‘মর্টারশেলগুলোতে মরিচা পড়ে গেছে। এগুলোর সাথে কিছু ভাঙা যন্ত্রাংশও পাওয়া গেছে বলে তিনি জানান।’

এ ব্যাপারে জিএমপি’র গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘মর্টারশেলগুলোর ব্যাপারে আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।’

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ‘শরিফপুর এলাকায় সর্বশেষ যুদ্ধ হয় ১৪ ডিসেম্বর । ওইদিন দানা মালেকের বাড়ির মাঠে হানাদার বাহিনীর সাথে আমাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেদিন হানাদার বাহিনীর ক্যাপ্টেন নঈমকে গুলি করে ধরাশায়ী করি।। ক্যাপ্টেন নঈমের ছোঁড়া গ্রেনেডে অল্পের জন্য আমি প্রাণে রক্ষা পাই। সম্ভবত সেই যুদ্ধে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল।

মন্তব্য ( ০)





  • company_logo