• সমগ্র বাংলা

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল হত্যায় অস্ত্রসহ ২ আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা
  • ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:১৭:১৫

ছবিঃ সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার আসামি সাব্বির হোসেন ও রতনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সাব্বিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।

তবে এ মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর থানা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর সার্কেল সিনিগ্ধ আক্তার এ তথ্য জানান। 

গত ১০ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার খোকশাবাড়ি ফকিরতলা ও পৌর এলাকার কাঠেরপুল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি। এখন পর্যন্ত এই হত্যা মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। পরে নিহতের ছেলে বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনকে এখনও গ্রেফতার করা হয়নি।
 

মন্তব্য ( ০)





  • company_logo