• সমগ্র বাংলা

শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন

  • সমগ্র বাংলা
  • ১১ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪৪:১০

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ ১০ ফেব্রুয়ারি  মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ ২০২১ ইং উদযাপন করা হয়েছে। বুধবার ( ১০ ফেব্রুয়ারি ) উপজেলার তেওতায় নজরুল-প্রমীলা মঞ্চে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। সভাপতিত্ব করেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি,এম, রুহুল আমিন রিমন।

স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ফারাসিদ বিন এনাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নজরুল-প্রমীলা গবেষক কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, মিয়াজান কবীর, তেওতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের প্রমুখ। এছাড়া নজরুল-প্রমিলা সাহিত্য সংসদের সভাপতি আব্দুস শুকুর বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, নজরুল-প্রমিলা সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম খানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টিমুনী খান রীনো। 

মন্তব্য ( ০)





  • company_logo