• স্বাস্থ্য

মাদারীপুরে পেয়ারপুর ইউনিয়ন এ হাম-রুবেলা টিকা কর্মসূচী

  • স্বাস্থ্য
  • ২৭ জানুয়ারী, ২০২১ ১০:২০:৫২

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলা পেয়ারপুর ইউনিয়ন এর কুমরাখালী নায়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাম -রুবেলা ক্যাম্পে শতাধিক শিশুদের হাম রুবেলা ভাইরাসের টিকা দেয়া হয়েছে।

২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯টা শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলে। জাতীয়ভাবে  ৯ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের জন্য হাম-রুবেলা টিকা দেওয়া কর্মসূচি শুরু হয়েছে । তারই ধারাবাহিকতায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে পেয়ারপুরে শতাধিক শিশু কে এ টিকা প্রদান করা হয়েছ। 

এসময় উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ সহকারী বাসন্তী মন্ডল, পপি আক্তার, কাজী পারভীন ও কোহিনুর আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তর'র স্বাস্থ্য সহকারী লাকি নুর, মৌসুমি খানম, আসাদুজ্জামান সহ আরো অনেকই।

মন্তব্য ( ০)





  • company_logo