• অর্থনীতি

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • অর্থনীতি
  • ০৪ জানুয়ারী, ২০২১ ১৬:৫৫:৩৮

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতে, প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের সময় আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩১ মার্চের মধ্যে তহবিলের পুরো অর্থ বিতরণ করতে হবে ব্যাংকগুলোকে।

রবিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। নানা জটিলতায় এই প্যাকেজের সুবিধা পায়নি উদ্যোক্তারা।

এজন্য ঋণ বিতরণের সময় তিন মাস বাড়ানো হলো। আগামী ১৭ জানুয়ারির মধ্যে বিতরণ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা জানাতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এই প্যাকেজের আওতায় সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হচ্ছে।

অক্টোবর পর্যন্ত এই প্যাকেজ থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে বিভিন্ন ব্যাংক। বিতরণের এই হার ৪০ শতাংশেরও কম।

মন্তব্য ( ০)





  • company_logo