• অর্থনীতি

নওগাঁয় গম উৎপাদনে আগ্রহী হচ্ছেন কৃষকরা

  • অর্থনীতি
  • ১৬ ডিসেম্বর, ২০২০ ১৩:৩০:০৬

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁ জেলায় গম চাষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রবি/২০১৯-২০ মওসুমে জেলায় ২২ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। সেখানে চলতি ২০২০-২১ রবি মওসুমে গম চাষ হয়েছে ২৪ হাজার ৪শ হেক্টর জমিতে। জেলায় গত বছরের চেয়ে চলতি বছর ১ হাজার ৮শ ৫০ হেক্টর বেশী জমিতে গমের আবাদ হয়েছে। সাধারনত নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জমিতে গম বীজ বপন শুরু হয় এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত তা অব্যাহত থাকে। জেলায় চাষকৃত জমি থেকে ৮৬ হাজার ৬শ ২০ মেট্রিক টন গম উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন সারা বছর গমের বাজার দর স্থায়ী থাকা, উৎপাদন খরচ কম লাগা, পানি সাশ্রয়ী এবং চাষকৃত বর্তমান জাতগুলো তাপ সহিষ্ণু হওয়ায় এ জেলায় কৃষকদের মধ্যে গম চাষের আগ্রহ অধিক বৃদ্ধি পেয়েছে। সূত্রমতে জেলায় চলতি মওসুমে মুলত বারী-২৫, বারী-২৬, বারী-২৭, বারী-২৮, বারী-২৯, বারী- ৩০, বারী-৩১, শতাব্দী এবং প্রদীপ জাতের গম চাষ করেছেন কৃষকরা। উপজেলাভিত্তিক গম চাষের জমির পরিমান এবং সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় চাষকৃত ৮১৫ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ২ হাজার ৮শ ৯৫ মেট্রিক টন, রানীনগর উপজেলায় চাষকৃত ৬৮০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ২ হাজার ৪শ ১৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় চাষকৃত ২৭৫ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৯৭৫ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় চাষকৃত ৮৯০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ হাজার ১শ ৬০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় চাষকৃত ৫৬০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ১ হাজার ৯শ ৯০ মেট্রিক টন, পত্নী তলা উপজেলায় চাষকৃত ১ হাজার ৮শ ৭০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৬ হাজার ৬শ ৪০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় চাষকৃত ১ হাজার ৯শ ৬৫ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৬ হাজার ৯শ ৭৫ মেট্রিক টন, সাপাহার উপজেলায় চাষকৃত ৫ হাজার ৯শ ৫০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ২১ হাজার ১শ ২০ মেট্রিক টন, পোরশা উপজেলায় চাষকৃত ৪ হাজার ৯শ ২৫ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৪শ ৮০ মেট্রিক টন, মান্দা উপজেলায় চাষকৃত ২ হাজার ২শ ৫০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ হাজার ৯শ ৯০ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় চাষকৃত ৪ হাজার ২শ ২০ হেক্টর জমির বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৯শ ৮০ মেট্রিক টন গম।

জেলার গম চাষীদের উৎসাহিত করতে সরকারীভাবে প্রনোদনার অংশ হিসেবে ৩ হাজার কৃষককে প্রত্যেককে ১ বিঘা জমির বিপরীতে ১ হাজার ১শ ৭০ টাকা মুল্যের ২ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিনামুল্যে প্রদান করা হয়েছে। গম চাষে জেলায় প্রনোদনা দেয়া সামগ্রীর আর্থিক মোট মুল্য ৩৫ লক্ষ ১০ হাজার টাকা।

মন্তব্য ( ০)





  • company_logo