• সমগ্র বাংলা
  • লিড নিউজ

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নদী ঘাটে ফেরি চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৭ ডিসেম্বর, ২০২০ ০৯:২৫:৫৭

ছবিঃ সংগৃহীত

 

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নদী ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে কনকনে শীতে সহস্রাধিক যাত্রী ও যানসহ সাতটি ফেরি আটকা পড়েছে। উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যান। ক্রমেই অপেক্ষারত যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। ফলে মানুষের দুর্ভোগ এখন চরমে। রোববার রাত ২টা থেকে বন্ধ হয়ে গেছে এ নৌরুটে সব যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে মধ্যরাতের পর থেকে নৌরুট বাতি জ্বালিয়েও দূরত্ব নির্ণয় করা যায়নি। ফলে দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে নৌপথ। ঘন কুয়াশায় বয়া, বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
 
এ রুটে চলাচলরত ১৪টি ফেরির মধ্য শুধু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ফগলাইট রয়েছে। তাও মানসম্মত না হওয়ায় এ কুয়াশায় চলাচল উপযোগী নয়।

এদিকে এই রুটে ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪০০ স্পিটবোর্ট সবই বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ফেরিসহ সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য ( ০)





  • company_logo