• উদ্যোক্তা খবর

ফেনীতে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • ২১ নভেম্বর, ২০২০ ২০:৫১:২৫

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফাজিলপুরে করোনা ভাইরাসের ২য় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতের মাধ্যমে জনসাধারণের মাঝে ৫০ হাজার মাস্ক, মুজিব শতবর্ষ উপলক্ষে দারিদ্র বিমোচনের লক্ষ্যে দুস্থদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুুুরে ইউপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন। বক্তব্য রাখেন ইমাম নাজমুল হক, পুরোহিত মানিক দাস।

এ সময় উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউপি সদস্য ইকবাল হোসেন সবুজ, মোহাম্মদ ইউসুফ, মাহমুদুন্নবী বাবর, বেলায়েত হোসেন, মহিউদ্দিন ভূঁইয়া, গোলাম মাওলা, নুরুল আলম সবুজ, আলাউদ্দিন গঠন, তোফায়েল আহমদ হেলাল, সংরক্ষিত ইউপি সদস্য কামরুজ্জাহান রেহানা, স্বপ্না রানী মজুমদার, তাহমিনা রহমান, ইউপি সচিব মাহবুবুর রহমান মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদ ভূঁঞা, সাধারণ সম্পাদক মহসিন অপু, উদ্যোক্তা মাইনুল ইসলাম, আরসি নিজামুদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে ইউপি মেম্বার, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, দুস্থ ও প্রতিবন্ধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের ৫৮টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ৫টি মন্দিরের পুরোহিতদের কাছে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ৫০ হাজার মাস্ক হস্তান্তর করা হয়। এছাড়া দুস্থদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo