• আন্তর্জাতিক

কাশ্মীরে সংঘর্ষে চার ভারতীয় সেনাসহ নিহত ৭

  • আন্তর্জাতিক
  • ০৮ নভেম্বর, ২০২০ ২০:৪৩:০০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক সেনা কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে মাচিল সেক্টরে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। রোববার রাজ্যের কাপাওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।   

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সময় সেনাবাহিনীর টহল দল তাদের প্রতিরোধ করে এবং তাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র  কর্নেল রাজেশ কালিয়া বলেন, '‌মাচিল সেক্টরের (‌উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায়)‌ কাছে এলসি ফেন্সে সেনাদের পেট্রোলিং চলার সময় সন্দেহজনক কিছু জিনিস চোখে পড়ে। ৭-৮ নভেম্বর রাত একটার সময় এটি হয়েছে।’‌

ভোর চারটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে এক সন্দেহভাজন জঙ্গি ও এক বিএসএফ কনস্টেবল নিহত হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে নতুন সংঘর্ষ শুরু হলে এক সেনা কর্মকর্তা ও দুই জওয়ান নিহত হন। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সন্দেহভাজন সন্ত্রাসীও নিহত হয়। অভিযান অব্যাহত আছে।

মন্তব্য ( ০)





  • company_logo