• আন্তর্জাতিক

জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই: এগিয়ে ট্রাম্প, সম্ভাবনা রয়েছে বাইডেনেরও

  • আন্তর্জাতিক
  • ০৫ নভেম্বর, ২০২০ ১৬:৪৮:৫৫

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনের অন্যতম ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতে ২০১৬ সালের নির্বাচনে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এবারের নির্বাচনেও এগিয়ে রয়েছেন এ রিপাবলিকান প্রার্থী।

তবে এ নিয়ে স্বস্তিতে থাকার সুযোগ নেই। সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা জো বাইডেন নিঃশ্বাস ফেলছেন ট্রাম্পের ঘাঁড়ে। ১৬টি ইলেকটোরাল ভোট থাকা এ রাজ্যে জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে দুই পক্ষেরই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, আর মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই বিজয় নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। সেদিক থেকে ২৭০ থেকে ৫৬ ভোট পিছিয়ে থাকা ট্রাম্পের পথ অনেকটাই কঠিন। যদিও আশা একেবারে শেষ হয়ে যায়নি তার। বাকি পাঁচটি রাজ্যে জিতলে তিনিও হতে পারেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

এখন পর্যন্ত বাইডেন জিতেছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট, ট্রাম্পের রয়েছে ২১৪টি। ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও আলাস্কায় এগিয়ে রয়েছে রিপাবলিকান শিবির। আর নেভাদায় এগিয়ে ডেমোক্র্যাটরা।

তবে জর্জিয়ায় জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বাইডেনেরও। সেখানে তিনি পেয়েছেন ২৪ লাখ ৭ হাজার ৫৮৯টি ভোট (৪৯ দশমিক ২ শতাংশ)। যদিও তার চেয়ে প্রায় ২৩ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প (৪৯ দশমিক ৬ শতাংশ)।

কিন্তু, জর্জিয়ায় এখনও এক লাখ ভোট গণনা বাকি। ফলে যেকোনও সময় বাইডেনের এগিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

আবার নেভাদায় বাইডেন এগিয়ে থাকলেও ট্রাম্পের সঙ্গে ভোটের ব্যবধান খুবই কম। সেখানে ৭৫ শতাংশ ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র ৭ হাজার ৬৪৭টি ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এখনও ৩ লাখ ৯৮ হাজার ভোট গণনা বাকি। ফলে এ রাজ্যেও পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ।

নেভাদায় এখন পর্যন্ত ৫ লাখ ৮৮ হাজার ২৫২টি (৪৯ দশমিক ৩ শতাংশ) ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬০৫টি (৪৮ দশমিক ৭ শতাংশ) ভোট।

তার ওপর গোটা দেশে এ বছর ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সেগুলো যোগ হলে ব্যবধান কম থাকা অঙ্গরাজ্যগুলোতে ফল বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo