• সমগ্র বাংলা

রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ১৩ অক্টোবর, ২০২০ ১২:২৩:২৪

রামগড় প্রতিনিধি: ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ স্লোগানে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপনে ঢাকায় প্রধানমন্ত্রীর ভিডিও কন্ফারেন্স অনুষ্ঠান প্রদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিক সেন, অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর কণিকা বড়ুয়া, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরাসহ সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo