• আন্তর্জাতিক

পরিবেশ রক্ষায় এবার নোবেলের আদলে পুরস্কার চালু করছেন প্রিন্স উইলিয়াম

  • আন্তর্জাতিক
  • ০৮ অক্টোবর, ২০২০ ১৮:৩০:০৮

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের পরিবেশগত বিভিন্ন সমস্যা সমাধানে নোবেলের আদলে একাধিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। প্রতিবছর ‘আর্থশট প্রাইজ’ নামে কোটি টাকার এ পুরস্কার পাবেন পাঁচজন করে।

পরিবেশগত বিষয়ে অনেক আগে থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে ব্রিটিশ রাজপরিবার। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসও কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তন রোধের পক্ষে কথা বলছেন।

প্রিন্স উইলিয়াম বলেছেন, আমরা আশা করি ২০৩০ সালের মধ্যে পৃথিবীর কিছু বড় সমস্যা সমাধানে বিশাল পদক্ষেপ নেব।

৩৮ বছর বয়সী এ যুবরাজ বলেন, আমি মনে করি, আশাবাদের তাগিদ থেকেই সত্যিকারের পদক্ষেপ সৃষ্টি হয়। তাই সে আশাবাদকে জাগ্রত করতে এবং বিশ্বের বৃহত্তম পরিবেশগত সমস্যাগুলো সমাধানে জরুরি ভিত্তি তৈরি করতেই এই ‘আর্থশট প্রাইজ’।

জানা গেছে, প্রতিবছর পরিবেশ রক্ষা, বিশুদ্ধ বায়ু, সমুদ্র পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন রোধে কাজ করা পাঁচজন পাবেন আর্থশট প্রাইজ। এর প্রতিটির মূল্য হবে এক মিলিয়ন পাউন্ড (১০ কোটি ৯৪ লাখ টাকা প্রায়)।

আগামী ১ নভেম্বর থেকে পুরস্কারের জন্য মনোনয়ন জমা নেয়া শুরু হবে। বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী শরতে।

পুরস্কার বিজয়ী নির্ধারণে পরিবেশবাদী, সমাজসেবক, ব্যবসায়ী, ক্রীড়া ও বিনোদন জগতের সদস্যসহ গঠন করা হচ্ছে ‘আর্থশট প্রাইজ কাউন্সিল’। এর সদস্য কারা হবেন তা পরে জানানো হবে।

২০২১ সালে পুরস্কার বিতরণী প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হবে লন্ডনে। পরেরগুলো অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যান্য শহরে।

সূত্র: রয়টার্স

মন্তব্য ( ০)





  • company_logo