• উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে মহিলা জজ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • ১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৮:২০

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রাম জেলায় বর্তমানে চতুর্থ দফা বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যা দুর্গত মানুষ খাদ্য, বিশুদ্ধ পানিসহ নানা সংকট মোকাবেলা করে মানবেতর জীবন যাপন করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন এর পক্ষে শনিবার কুড়িগ্রামে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বহ্মপুত্র নদের দ্বীপ চর কালির আলগায় ৫৭ টি দূস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সাবান, স্যালাইনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷ কুড়িগ্রামে কর্মরত বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন এর সদস্য ও কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন৷

মন্তব্য ( ০)





  • company_logo