• প্রশাসন

জীবননগর রায়পুরে বিট পুলিশিং এর শুভ উদ্বোধন

  • প্রশাসন
  • ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৫:৪৫

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে ৯নং বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)  সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব আবু রাসেল এ বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু রাসেল বলেন মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। জনগন পুলিশ কাধে কাধ মিলিয়ে সকল প্রকার দূর্নীতি, মাদক, সন্ত্রাসকে প্রতিহত করতে হবে। তিনি বলেন সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হলে আপনারা নির্ভয়ে পুলিশকে তথ্য দিন। আপনাদের সকল বিপদে পুলিশ আপনাদের সাথে থাকবে। এ জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। তিনি আরও বলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলামের নেতৃত্বে এ জেলায় সব অপকর্ম নিরসনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ,  রায়পুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি তাহাজ্জত মির্জা  লোকমোর্চার রায়পুর ইউনিয়ন সভাপতি সাজ্জাত হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo