• শিশু সংবাদ
  • লিড নিউজ

কুমিল্লার দাউদকান্দিতে এক সাথে ৩ মেয়ে শিশুর জন্ম

  • শিশু সংবাদ
  • লিড নিউজ
  • ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২০:৩৩

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : বিয়ের দীর্ঘ আট বছর পর কুমিল্লার দাউদকান্দি উপজেলার ফ্যামিলি হাসপাতালে একসাথে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে পরপর তিনটি মেয়ে শিশু জন্মদান করেন শান্তি ভূঁইয়া(২৮) নামের এক গৃহবধূ।

হাসপাতাল সূত্রে জানা যায়,আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় ডা. ফৌজিয়া সুলতানা নিবিড় পর্যবেক্ষণে অস্রপাচার করে তিনটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করান।
এতে এ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. প্রমদ কুমার। হাসপাতাল এর অন্যতম পরিচাল আবুল কালাম কালা জানান,আমাদের হাসপাতালটি চালু হওয়ার পর এই প্রথম একসাথে তিন কন্যা সন্তানের জন্মদান।আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ দম্পতি ও নবাগত শিশুদের জন্য শুভ কামনা করছি।
নবাগত শিশুদের পিতা ইকবাল হোসেন ভূঁইয়া একসাথে তিন কন্য সন্তানের জন্ম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন,"আমার  বিয়ের প্রায় সাত বছর সন্তান হয় নি।আমার ডাক আল্লাহ কবুল করেছে। আমি অনেক খুশী।"

ডা. ফৌজিয়া সুলতানা জানান, প্রসুতি ও তিনজন নবজাতক শারীরিকভাবে খুব সুস্থ আছে। বাচ্চাগুলো ওজন ঠিক মতো আছে। ইকবাল হোসেন ভূঁইয়া উপজেলার গোয়ালমারি ইউনিয়নের জামাকান্দি গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে।

মন্তব্য ( ০)





  • company_logo