• প্রশাসন

গাজীপুরে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান 

  • প্রশাসন
  • ২৫ আগস্ট, ২০২০ ১৬:১৩:৫৪

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। সকাল ১১টায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। গত ৫মাস আগে টঙ্গী এলাকায় ৩ তলা বিল্ডিংসহ আশপাশের বাজার অবমুক্ত করা হলেও অবৈধ ব্যবসায়ীরা আবারও সেই জায়গা গুলো দখল করে। তাই বিআইডব্লিউটিএর পক্ষ থেকে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুরো এলাকাটি দখল মুক্ত করে বৃক্ষ রোপণ করে দেয়া হয়।

এছাড়া রাতের আঁধারে কেউ যেনো তুরাগ নদীতে আবর্জনা ফেলে নদীর নাব্যতা নষ্ট করতে না পারে সেদিন সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট , মাহবুব জামিল।   অন্য দিকে   বিআইডব্লিউটিএ   উপ- পরিচালক শহীদুল্লাহ্  সাংবাদিকদের জানান,টঙ্গী বাজারের অবৈধ দখল মুক্ত ও ১মাসের সময় চেয়ে অবৈধ স্থাপনা না সরানো একটি কারখানার কিছু অংশ ভেঙে দেয়া হবে। এবং আগামী সপ্তাহে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আরও একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।        

মন্তব্য ( ০)





  • company_logo