• উদ্যোক্তা খবর

হিলিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো হাকিমপুর ফাউন্ডেশন

  • উদ্যোক্তা খবর
  • ০৬ আগস্ট, ২০২০ ১৩:২০:৫৭

ছবিঃ সিএনআই

হিলি প্রতিনিধি:  দিনাজপুরের হিলিতে সুবিধা বঞ্চিত ছিন্নমুল, পথশিশু ও এতিম শিশুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকেলে হাকিমপুর ফাউন্ডেশনের আয়োজনে থানা রোডে ড্রিমল্যান্ড বিদ্যালয় প্রাঙ্গনে ৬০জন শিশুদের নিয়ে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে সংগঠনের সদস্যরা।

বিদ্যালয় প্রাঙ্গনে টেবিল ও ব্রেঞ্চ দিয়ে সাজানো হয় প্যান্ডেল, প্যান্ডেলে টেবিলের উপর সাজিয়ে রাখা হয় পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, ডাল, শশা, কোমলপানীয়। সুবিধা বঞ্চিত শিশুরা নিজেরাই তাদের যতটুকু প্রয়োজন সেখান থেকে পোলাও মাংসসহ অন্যান্য কিছু উঠিয়ে নেন। যারা উঠিয়ে নিতে পারছেননা তাদেরকে উঠিয়ে দিতে ও তাদের কি লাগবে না লাগবে সেটি তদারকির জন্য ছিল হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যরা। এর আগে প্রত্যেক শিশুকে সংগঠনের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরন করা হয়। এসময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর
ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহাগ সরকারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo