• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

টিম রেইনবো'র উদ্যোগে ৫ শত অসহায়ের মাঝে খাবার বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ০৩ আগস্ট, ২০২০ ১৩:০২:৫৭

ছবিঃ সিএনআই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : শহর বা গ্রামের বেশির ভাগ মানুষই ঠিক মত কোরবানি পালন করতে পারলেইও চট্টগ্রাম শহরের ফুটপাতের মানুষ,দিনমজুর ,রিকশাওয়ালা, ভিক্ষুকরা কোরবানি মাংস খাওয়া থেকে বঞ্চিত থাকেন। তাই টিম রেইনবো'র উদ্যোগে পবিত্র কোরবানি উপলক্ষে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে ৫ শত দুস্হ-অসহায় মানুষদের মাঝে খাবারের প্যাকেট উপহার দেন।চট্টগ্রাম শহরে ফুড প্রজেক্টের কার্যক্রম নতুন ব্রিজ, আন্দরকিল্লা, কোতোয়ালী, রেলস্টেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ চকবাজার, মুরাদপুর,বহদ্দারহাট আমানত শাহ মাজার প্রবর্তক মোড়ে এসব খাবারের প্যাকেট বিতরন করা হয়েছে।

এতে টিম রেইনবো'র ক্যাপ্টেন শাহেদ মাহমুদ,সায়েম,মানিক,রাফি,হাকিম,তাকিব ,সাজ্জাদ,আরমান,রিফাত,সজীব,জহির প্রমুখ অংশগ্রহন করেন। টিম রেইনবো'র ক্যাপ্টেন শাহেদ মাহমুদ বলেন,টিম রেইনবো'র "অসহায় মানুষের পাশে আমরা" পক্ষ থেকে আগামীতেও অভুক্ত,অসহায় মানুষদের জন্য টিম রেইনবো ফুড প্রজেক্টের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। এবং সবার সহযোগিতা পেলে প্রতি মাসে টিম রেইনবো ফুড প্রজেক্টের কাজ করে যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo