• তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ

লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ দেবে আমাজন

  • তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ
  • ২৬ জুলাই, ২০২০ ১৬:৪৮:৫৭

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ করোনার কারণে মানুষ অনেক বেশি অনলাইন কেনাকাটায় নির্ভরশীল হয়ে পড়েছে। সে সুযোগে এগিয়ে যাচ্ছে বিশ্বের বৃহওম অনলাইন বিপণন সংস্থা আমাজন। সংস্থাটি বলছে, অনলাইন ব্যবসা ক্রমান্বয়েই বাড়ছে। এভাবে চললে ২০২৫ সালের মধ্যে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।

জানা যায়, এর আগেও একাধিকবার সুখবর শুনিয়েছে আমাজন। গত বছরও ভারতে প্রচুর কর্মী নিয়োগ দিয়েছিল সংস্থাটি। গত মে মাসেই অন্তত ৫০ হাজারেরও বেশি কর্মী নিয়োগ দিয়েছিল। সে সময়ে ক্রেতাদের বাড়ি বাড়ি জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল।

আমাজন জানায়, ভারতে যখন লকডাউনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই চলছিল; তখন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছিল আমাজন। তখন অন্তত ২০ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। ওই পদে নিযুক্ত প্রার্থীরা আমাজনের ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তখন যারা যোগ দিয়েছিলেন; তারা ক্রেতাদের সুবিধা-অসুবিধার দিকে নজর দেন।

সংস্থাটি আরও জানায়, তখন মূলত বাড়িতে বসে কাজের সুবিধা পান কর্মীরা। উচ্চমাধ্যমিক পাস হলেই কাজ করার সুযোগ দেওয়া হয় তাদের। ফলে ভারতের বেশিরভাগ মানুষই চাকরির সুযোগ পান। সে সময় লকডাউনের মধ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল।

আমাজনের ইচ্ছা, চুক্তিতে নিয়োগ দেওয়া কর্মীদের দক্ষতার ভিত্তিতে স্থায়ী করে রাখা হতে পারে। তাহলে অস্থায়ী সেই মানুষগুলো স্থায়ী কর্মসংস্থানের দেখা পাবে। তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে।

মন্তব্য ( ০)





  • company_logo