• সমগ্র বাংলা

রংপুরে পিসিআর ল্যাবের দাবি

  • সমগ্র বাংলা
  • ০৪ জুলাই, ২০২০ ১৫:১২:০৩

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো:  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগিদের জন্য জরুরী ভিত্তিতে হাইফ্লো নেজাল ক্যানুলা ও অক্সিজেন মাস্ক সরবরাহের দাবি জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব ও হাসপাতালটির পরিচালনা কমিটির সভাপতি মসিউর রহমান এমপি।তিনি বলেছেন রংপুরে করোনা রোগি ক্রমাগত বাড়ছে,পাশাপাশি হাসপাতালে বিভিন্ন উপকরণের সংকট দেখা দিয়েছে।

শনিবার দুপুরে হাসাপাতালের পরিচালকের রুমে জরুরী বৈঠক শেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ রাঙ্গা এমপি একথা বলেন।তিনি বলেন,রংপুরে মানুষকে সামাজিক দুরত্ব নিশ্চিত করাতে সিটি করপোরেশন,জেলা প্রশাসনসহ আইনশৃঙখলা বাহিনী চেস্টা করেছেন।

কিন্তু সেটা সেভাবে কাজে লাগেনি। তারপরেও চেস্টা চলছে।তিনি পরিবারের প্রধান ব্যক্তিকে বেশি করে করোনা সচেতন হতে হবে।তিনি মহামারি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং জরুরী ভিত্তিতে রংপুরে আরও একটি পিসিআর ল্যাব স্থাপন সহ হাসাপাতালে সংকট থাকা উপকরণ প্রদানের জন্য সরকারের কাছে আহবান জানান।এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী চৌধুরী লাইজু,হাসপাতালের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo