• সমগ্র বাংলা

করোনামুক্ত হয়ে এ্যাম্বুলেন্স প্রধান করলেন চট্টগ্রামের সালেহা

  • সমগ্র বাংলা
  • ০১ জুলাই, ২০২০ ১৩:২৯:৪৫

ছবিঃ সিএনআই

মোহাম্মদ তারেক, চট্টগ্রামঃ কেউ জিতে আবার কেউ হেরে যাচ্ছে, তবে যে জিতে যায় সে বুঝে কোন জগৎ থেকে কোন জগতে ফিরে। এমন এক আতংকের নাম করোনা পজেটিভ। তেমনি করোনা যুদ্ধ থেকে ফিরে আসা এক মহৎ নারী বেগম সালেহা। করোনা পজেটিভ হওয়ার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে করোনা জয়ী বেগম সালেহা ফয়েজ ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী ও পাঁচলাইশ মডেল থানায় জরুরি স্বাস্থ্য সেবায় দুইটি এ্যাম্বুলেন্স প্রদান করেন। চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি জানান, অদ্য ৩০/০৬/২০২০খ্রিঃ ১৩:৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বেগম সালেহা ফয়েজ এর পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট এ্যাম্বুলেন্স দুইটি হস্তান্তর করা হয়। 

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo