• সমগ্র বাংলা

রাতের আধাঁরে খাদ্য নিয়ে কর্মহীন পৌরবাসীর দুয়ারে মেয়র

  • সমগ্র বাংলা
  • ৩০ মার্চ, ২০২০ ১৫:৩৭:৩৯

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: করোনাভাইরাসের প্রভাবে খাগড়াছড়ির রামগড় পৌরসভার কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন তার ব্যক্তিগত উদ্যেগে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। রবিবার রাত থেকে প্রথম ধাপে পৌর এলাকার ৯নং ও ২নং ওয়ার্ডের ২০০টি সুবিধাবঞ্চিত কর্মহীন পরিবারের মাঝে এক ব্যাগ করে খাদ্য সামগ্রী করেছেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১কেজি লবন ,১ কেজি ডাল ও আধা লিটার তেল। খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র বলেন, জাতীর এই ক্রান্তিকালে পৌরবাসীর অর্পিত দায়িত্ব কোন ভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সরকারের গৃহিত সিন্ধান্ত ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চললেই এই মহামারী রোধ করা সম্ভব জানিয়ে আরো বলেন, কর্মহীন শ্রমজীবী পৌরবাসী দৈনন্দিক খাদ্য তালিকার সামান্য অংশশিদার হলাম মাত্র। তারপরও পৌরসভার জনগণ ঘরে থাকুক এবং নিরাপদ থাকুক। এ কার্যক্রম পৌরসভার সবগুলো ওয়ার্ডে চলমান থাকবে বলে তিনি জানান।

মন্তব্য ( ০)





  • company_logo