• সমগ্র বাংলা

টাঙ্গাইলে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্লাশ করছে শিক্ষার্থীরা

  • সমগ্র বাংলা
  • ৩০ মার্চ, ২০২০ ১৬:৩৫:০৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্লাশ করছে শিক্ষার্থীরা। ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি যেন না হয় সে লক্ষ্যে সরকারি নির্দেশনা সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে “আমার ঘরে আমার স্কুল” স্লোগানে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত, ষষ্ঠ থেকে নবম শ্রেণি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সারাদেশের মত টাঙ্গাইলের শিক্ষার্থীরাও ঘরে বসে মনোযোগ সহকারে সংসদ বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমে নেওয়া ক্লাসের মাধ্যমে পড়ালেখা করছে। প্রতিটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা যাতে গুরুত্ব সহকারে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্লাশ করে, শিক্ষকরা সে বিষয়ে মোবাইল ফোন ও ফেসবুকের তাদরকি করছেন। সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মন্তব্য ( ০)





  • company_logo