• সমগ্র বাংলা

চরফ্যাশনে ৫৪ কর্মহীন দিনমজুরদের মাঝে আর্থিক অনুদান

  • সমগ্র বাংলা
  • ৩১ মার্চ, ২০২০ ১৩:১০:১৬

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ  ভয়ংকর করোনা ভাইরাসের ভয়ে মানুষ যখন ঘরবন্দি হয়ে পড়েছে ঠিক তখনি কোস্ট ট্রাস্ট তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার আইটিডিসি কলনীর হত দরিদ্র কর্মহীন দিনমজুর ৫৪পরিবারের প্রত্যেকে ৫শ’ করে টাকা প্রদান করেছেন কোস্ট ট্রাস্ট কুলসুম বাগ শাখা অফিস। গতকাল সোমবার শেষ বিকালে আইটিডিসি কলনী গিয়ে প্রকৃত দুস্থ্যদের মাজে এই আর্থিক অনুদান দেয়া হয়। ওই সময় স্থানীয় চর মানিকা ইউপি চেয়ারম্যান মো. শফি উল্যাহ হাওলাদার, কোস্ট ট্রাস্ট সিনিয়র কো-অডিনেটর ইউনুছ, সিজিআরএফ এর প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, সাংস্কৃতিক ক্রীড়া এন্ড স্পোট এডুলেশন হোম কর্মসূচির প্রজেক্ট কো-অডিনেটর খোকন চন্দ্র শীল, কোস্ট ট্রাস্ট মাইনকা শাখা ব্যবস্থাপক মামুনসহ ইউপি সদস্যগন ওই সময় উপস্থিত ছিলেন। এর আগে কোস্ট ট্রাস্ট জেলা টিম লিডার রাশিদা বেগমসহ কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে করোনা মোকাবেলায় কর্মহীন দুস্থ্যদের জন্য উপজেলা প্রশাসন ত্রাণ তহবিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন এর হাতে ৫০হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন।

মন্তব্য ( ০)





  • company_logo