• স্বাস্থ্য

করোনা মোকবিলায় চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগের বেহাল চিত্র

  • স্বাস্থ্য
  • ০২ এপ্রিল, ২০২০ ১৩:৩১:৫৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:  মরণব্যাধি করোনাভাইরাস মোকাবিলায় চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সবকিছু ঠিকঠাক আছে বলে প্রচার করলেও বাস্তব চিত্র এর উল্টো। চুয়াডাঙ্গার চিকিৎসক ও নার্সরা দিনরাত কাজ করে চলেছে এবং হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে অক্লান্ত পরিশ্রম করছেন এসব তথ্য দিলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের কার্যকর উদ্যোগের কথা কলা হলেও বাস্তবে সেটা চোখে পড়েনি। শুধু তাইনা, সাধারণ জ্বর বা সর্দি-কাশি নিয়ে কোন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাদেরকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়ার অভিযোগ করেছেন অনেকে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা করোনা আক্রান্ত এক যুবকের ভিডিও বার্তায় ফাঁস হয়েছে স্বাস্থ্য বিভাগের বেহাল চিত্র। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, করোনা আক্রান্ত রোগী এক সাথে তার সুস্থ্য বাবা মায়ের সাথে রয়েছে। এছাড়া আইসোলেশনে থাকা এক নারীর কক্ষে চিকিৎসা দেয়ার জন্য রাখা হয়েছে তার স্বামীকে। এমন তথ্য ফাঁস হলে চুয়াডাঙ্গা জেলাসহ সারা দেশে রীতিমত হৈ চৈ শুরু হয়েছে। মরণঘাতি করোনা নিয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জনের এমন কান্ডজ্ঞানহীন কাজের জন্য ক্ষোভ ও আতঙ্ক ছড়াচ্ছে জেলার সাধারণ মানুষের মধ্যে। এদিকে, মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে করোনা প্রতিরোধে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য বিভাগের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। ভিডিও কনফারেন্সে তিনি জানান চুয়াডাঙ্গা জেলাতে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছেন প্রায় ৩০ জন চিকিৎসক ও ২০ জন নার্স। ভিডিও কনফারেন্সে তিনি আরও জানান হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত এক যুবকসহ আইসোলেশনে থাকা দুই জনকে সুস্থ্য করতে নিরলস ভাবে কাজ করেছেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গার সিভিল সার্জন এধরনের মন্তব্য করলেও বাস্তবচিত্র ফাঁস হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন থাকা করোনা আক্রান্ত যুবকের ভিডিও বার্তায়। ওই যুবক তার নিজ আইডিতে পোষ্ট করা ভিডিও বার্তায় দাবি করেছেন ভর্তির পর থেকে হাসপাতালের পক্ষ থেকে তাকে কোন ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়নি। তারা যে কক্ষে ছিলেন সেটাকে একটা হোটেল বলে মন্তব্য করেন ওই যুবক। ভিডিও বার্তায় দেখা গেছে আইসোলেশনে ভর্তি থাকা ওই যুবকের পাশে বসে তার মা তাকে সেবা দিচ্ছেন। ভিডিও বার্তায় আরও দেখা গেছে আক্রান্ত যুবককে সেবা দিতে তার বাবাকে রাখা হয়েছে পাশের বেডে একবারেই অরক্ষিত অবস্থায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করে বলেন, সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা সেবা না পেয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে অভিযোগ করে বলেছেন, একটু কাশি হলে হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা না দিয়ে ঢাকায় যেয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।

মন্তব্য ( ০)





  • company_logo