• স্বাস্থ্য

কুষ্টিয়ায় আইসোলেশনে রিক্সাচালক

  • স্বাস্থ্য
  • ০৪ এপ্রিল, ২০২০ ১১:২১:১৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় এক রিক্সাচালক(৪৫) কে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা।তিনি পরিবারসহ কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকায় বাস করেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের কারণে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।একমাস আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি। গত ৩দিন ধরে সর্দি, কাশি শুরু হয়। বৃহস্পতিবার থেকে প্রচন্ড শ্বাসকষ্ট বাড়ে। এ তথ্য জানার পর অসুস্থ ব্যক্তিকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

মন্তব্য ( ০)





  • company_logo