• উদ্যোক্তা খবর

বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করলো লাল সবুজ সামাজিক শান্তি পরিষদ

  • উদ্যোক্তা খবর
  • ০৯ এপ্রিল, ২০২০ ১৩:৩৬:৪৭

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। করোনা নামক ওই ভাইরাসটি বাংলাদেশেও আঘাত এনেছে। তবে তা রোধে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও কাজ করছে। এ ধারাবাকিতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল গত রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে লাল সবুজ সামাজিক শান্তি পরিষদের উদ্যোগে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুনাশক স্প্রে দেয়া শুরু হয়েছে। সংগঠনের সভাপতি মো. ছালেহ আহমদের নেতৃত্বে ও সাধারন সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় সংগঠনের প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক মিলে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এবং দোকাপাট, স্কুল ও মাদ্রাসাগুলোতে এ কর্যক্রম পরিচালনা করছেন। তবে এ কার্যক্রম আরো বড় আকারে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে তাদের এমন উদ্যোগ ইতোমধ্যে এলাকার স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে। এ কার্যক্রমে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লাল সবুজ সামাজিক শান্তি পরিষদরে সভাপতি মো. ছালেহ আহমদ জানান, করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে নেমেছি। করোনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ও স্প্রে দেয়ার পাশাপাশি খাবারের অভাবে কেউ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষে বাড়িতে বাড়িতে গিয়ে খাবারও পৌঁছে দেয়ার জন্য তাদের প্রস্তুতি চলছে। আগামী দু’এক দিনের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। আমাদের এ কার্যক্রমে যদি সমাজের কোনো বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে এ কার্যক্রম আরো বড় আকারে পালন করা সম্ভব হবে।

মন্তব্য ( ০)





  • company_logo