• উদ্যোক্তা খবর

শেরপুরে এসএমই মেলায় বাহারী পণ্যের সমাহার

  • উদ্যোক্তা খবর
  • ০৫ মার্চ, ২০২০ ১৫:১৭:২২

শেরপুর প্রতিনিধিঃ  ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে  শেরপুরে এসএমই মেলায় বাহারী পণ্যের সমাহার বসেছে। জেলা প্রশাসনের তত্বাবধানে ডিসি উদ্যান চত্ত¡রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ওই মেলা চলবে ১০ মার্চ মঙ্গলবার পর্যন্ত। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি স্টলে মিলছে বাহারী ওইসব পণ্য। মেলায় ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৩০টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য মেলার স্টলগুলোতে পাওয়া যাবে ওইসব পণ্য। এ ছাড়া মেটলাইফ ইন্সুরেন্স সজীব এজেন্সি খেকে গ্রাহকদের বীমা সেবা প্রদান করা হচ্ছে। (আমেরিকান লাইফ ইন্সুরেন্স কম্পানী) সজীব এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার নাহিদ মালেক সজীব জানান, বীমা সম্পর্কে আমরা গ্রাহকদের নানা ধরনের সেবা প্রদান করে আসছি। কোন কোন প্রকল্প থেকে কি কি সুযোগ-সুবিধা গ্রাহকরা ভোগ করতে পারবেন, সে সম্পর্কে তাদেরকে অবহিত করা হচ্ছে। এ ছাড়া স্ট্রোক, ক্যানসার, প্রথম হার্ট এ্যাটাক, করোনারী আর্টারী সার্জারী, অন্যান্য গুরতর আর্টারীর রোগসমূহ, হার্ট ভালভ সার্জারী/প্রতিস্থাপন, ফুসফুসীয় ধমনী সংক্রান্ত উচ্চ রক্তচাপ ও মস্তিস্কের টিউমার যা ক্যানসারে রূপ নেয় না, এসব কারণে ডিজেবেলিটি এর অধীনে দুর্ঘটনা বা অসুস্থতার কারণে স্থায়ী পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে বীমা মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য প্রিমিয়াম মওকুফ হওয়ার সুবিধা থাকছে। এদিকে, জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী, মঞ্জু পাট পণ্য ও হস্ত শিল্পের কর্ণদার মঞ্জু জানান, তার স্টলে প্রায় ২০০টি পণ্যের সমাহার রয়েছে। এগুলোর মধ্যে- দোলনা, জুতা, ছিগা, পাপস, বেনীদারা, ফ্লোর সেট, নৌকা, হাতি, ঢ়োড়া, বেজী, টিয়া, ব্যাঙ, ফড়িং, কচ্ছপ, পেঁচা, চিংড়ী, গহনা দানী, ফুলদানী ইত্যাদি। রূপান্তর পাট শিল্প স্টলের কর্মী আমিনুল জানান, তাদের স্টলে চান্দিকালো ব্যাগ, বেনিটি ব্যাগ, বেনিটি কর্ণার, কট্টি মোবাইল, সপিছ, বোতল সপিছ, কয়েন পার্স, হেবি বাজার ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, টিফিন ক্যারিয়ার, পানি ভ্যাগ, ঢোল ব্যাগ, লেডিস স্কুল ব্যাগ, ফুলদানী, গহনা বাক্স্র, মানিব্যাগ, কবি ব্যাগসহ নানা ধরনের পণ্য বিকিকিনী চলছে। এ ছাড়া মহিলা জাগরনের কর্ণদার আসেদা বেগম জানান, আমাদের স্টলে থ্রি পিছ, দু পিছ, ওয়ান পিছ, ওয়ালমেট, ব্রাগ, ছোটদের জামা, কট্টি, বেড সিট ,শাড়ীসহ বিভিন্ন পোসাকের পসরা বসেছে। সামনের দিনগুলোতে বেচা-কেনা বাড়বেও বলে জানান তিনি। এ ছাড়াও মনা গার্মেন্টস, তাঁতি বাড়ী কালেকশন, লুনা গার্মেন্টসসহ প্রভৃতি স্টলে বাহারী পণ্যের সমাহার লক্ষ্য করা যাচ্ছে। এসব ¯টলের মালিকগণ জানান, মেলার কেবল ২ দিন হলো আজ। তেমন বেচা-কেনা হচ্ছে না। সামনের দিনগুলোতে বেচা-কেনা বাড়বে বলে ধারণা করছি। উল্লেখ্য, ৪ মার্চ বুধবার সকালে ৭ দিনব্যাপী আঞ্চলিক এ এসএমই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

মন্তব্য ( ০)





  • company_logo