• শিক্ষা

করোনা প্রতিরোধে ইবিতে গণজমায়েত নিষিদ্ধ

  • শিক্ষা
  • ১২ মার্চ, ২০২০ ১৯:২৪:০১

ইবি প্রতিনিধিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে এই নির্দেশ কার্যকর হবে। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ২৫ মার্চ, ২০২০ পর্যন্ত টিএসসিসির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, ১১৬ নং কক্ষ ও করিডোরে বিশ্ববিদ্যালয়ের বিভাগ, অফিস, সমিতি, পরিষদ, ফোরাম, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের কোন প্রকার গণজমায়েত করা যাবে না।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্বব্যাপী ১১৮টি দেশে ভাইরাসটির সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছে লাখেরও বেশি মানুষ। তবে এখন পর্যন্ত বাংলাদেশে তিনজন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo