• উদ্যোক্তা খবর

উদ্যোক্তা হতে তরুণদের উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে জেসিআই ঢাকা এচিভারস

  • উদ্যোক্তা খবর
  • ০৩ মার্চ, ২০২০ ১৩:২৫:০৬

সিএনআই ডেস্কঃ জেসিআই ঢাকা এচিভারস এর উদ্যোগে ঢাকার আইবিএ এলামনাই ক্লাব এ ২৯ শে ফেব্রুয়ারী বিকেল ৪টায় অনুষ্ঠিত হল “দি ফুট স্টেপস“ শীর্ষক এডভোক্যাসি ওয়ার্কশপ। এর মূল আলোচনা বিষয়বস্তু ছিল তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ও এমপিএম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি ডঃ হরিপদ ভট্টাচার্য ও দি সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সফিকুল আলম এলএলবি, এসিএস , এফসিএমএ, এফসিএ এই এডভোক্যাসি ওয়ার্কশপে দুটি পৃথক সেশন এ তাদের মূল্যবান মতামত উপস্থিত ৬০ জন তরুণদের সামনে তুলে ধরেন। সভা শেষ এ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্লাব এর বর্তমান সভাপতি এম উমায়ের করিম। এই অনুষ্ঠান এ জেসিআই ঢাকা এচিভারস এর অন্যান্য বোর্ড ও সাধারণ সদস্যগ্ণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান এ জেসিআই ঢাকা এচিভারস এর পার্টনার হিসেবে ছিল দি সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও এমপিএম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও ৭১, ৯৮.৪ এফএম।

মন্তব্য ( ০)





  • company_logo