• আন্তর্জাতিক

করোনা আতঙ্কে দিল্লির স্কুল বন্ধের ঘোষণা

  • আন্তর্জাতিক
  • ০৪ মার্চ, ২০২০ ১০:৫১:২২

আন্তর্জাতিক ডেস্ক: দিনে দিনে ভারতেও নভেল করোনাভাইরাস (কভিড-১৯) জেঁকে বসতে শুরু করেছে। দিল্লি ও তেলেঙ্গানার দু’জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় নয়ডার দুটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতে এই নিয়ে করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬। যদিও তাদের মধ্যে ৩ জন ইতিমধ্যে সেরে উঠেছেন। দিল্লির ৪৫ বছর বয়সী এক ব্যক্তি সম্প্রতি ইতালি গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পরে তার করোনা-সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তির সংস্পর্শে আসা একই পরিবারের ৬ জনের শরীরে করোনার বেশ কিছু লক্ষণ মিলেছে। তারা আগরার বাসিন্দা। এয়ার ইন্ডিয়ার যে বিমানে ওই ব্যক্তি ভিয়েনা থেকে ফিরেছিলেন, তার কর্মীদের ১৪ দিন বাড়িতে পৃথক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার দিল্লির এক পাঁচতারা হোটেলে ছেলের জন্মদিনের পার্টি দেন ওই ব্যক্তি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই পার্টিতে যে কর্মীরা ডিউটিতে ছিলেন, তাদের ১৪ দিন আলাদা থাকতে বলা হয়েছে। পার্টিতে ছেলেটির বেশ কিছু সহপাঠী ও অভিভাবক আমন্ত্রিত ছিলেন। আতঙ্ক ছড়ানোয় দু’টি স্কুল আপাতত বন্ধ রাখা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির দুই সন্তান ওই দু’টি স্কুলেই পড়ে। অন্তত ৪০ জন শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার পরে ১৪ দিন পৃথক রাখা হচ্ছে। ক্লাস বন্ধ রেখে স্কুল চত্বর জীবাণুমুক্ত করার কাজও চলছে। করোনায় শুধু চীনে মারা গেছেন ২ হাজার ৯৮১ জন। গত ডিসেম্বরে দেশটির যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়েছে সেখানেই মারা গেছেন ২ হাজার ৮৭১ জন।

মন্তব্য ( ০)





  • company_logo