• আন্তর্জাতিক

করোনায় বিশ্বের মৃতের সংখ্যা ৩০২১ ছাড়িয়ে

  • আন্তর্জাতিক
  • ০৪ মার্চ, ২০২০ ১১:২৮:৫০

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০১ জনে। বুধবার পর্যন্ত শুধু চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮১ জন সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৮০১ জন্। চীনে আক্রান্তের সংখ্যা কমলেও চীনের বাইরে বাড়ছে করোনা রোগী। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের চীন ছাড়া আরও ১০টি দেশে এ ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৭টি দেশের মানুষ। চীনের বাইরে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে ৭৯ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৬৩ জন। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে ৭৭ জনের, আর আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৩৬ জন। দক্ষিণ কোরিয়ায় ৩২ জন, জাপানে ১২ জন, যুক্তরাষ্ট্রে ৯ জন এবং হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে একজন করে করোনায় মারা গেছেন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।

মন্তব্য ( ০)





  • company_logo