• আন্তর্জাতিক

মধু দিয়ে মদ খেয়ে করোনাভাইরাস থেকে মুক্তি!

  • আন্তর্জাতিক
  • ০৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:৩৪:০৩

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রহস্যময় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্রিটিশ ব্যক্তি মদের সঙ্গে মধু মিশিয়ে কয়েক দিন পান করে সুস্থ হওয়ার দাবি করেছেন। কনার রিড নামের ২৫ বছর বয়সী যুবক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে জানান, চিকিৎসকরা তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন। কিন্তু তিনি তা না সেবন করে হুইস্কিতে মধু মিশিয়ে কয়েক দিন খেয়েছেন। আর তাতেই নাকি দিব্যি সুস্থ হয়ে উঠেছেন। গত তিন বছর ধরে চীনে বসবাস করছিলেন ওয়েলসের নাগরিক কনার। চীনের বাচ্চাদের ইংরেজি শেখাতেন তিনি। ছয় মাস আগে করোনার উৎপত্তিস্থল উহানে যান কনার। আর ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। এ সময় তার শ্বাসকষ্টের পাশাপাশি প্রচণ্ড কাশি দেখা দেয়। একসময় অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকের শরণাপন্ন হন কনার। তবে চিকিৎসকের কোনো পরামর্শই গ্রহণ করেননি বলে দাবি কনারের। তিনি দ্য সানকে বলেন, ‘শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করেছি আমি। একই সঙ্গে মধু দিয়ে হুইস্কি খেয়েছি। আসলে এটি একটি পুরনো ঘরোয়া পদ্ধতি। এটি খেলে ঠাণ্ডাজনিত অসুখ সেরে যায়। আমি এই সময়ের কোনো অ্যান্টিবায়োটিক নিইনি। এমনকি চিকিৎসকের দেয়া কোনো ওষুধই খাইনি। শুধু ইনহেলার গ্রহণ করেছি ও মধু মিশ্রিত হুইস্কি খেয়েছি। আর এখন আমি প্রাণঘাতী করোনাভাইরাস মুক্ত।’ ব্রিটিশ নাগরিকের এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

মন্তব্য ( ০)





  • company_logo