• আন্তর্জাতিক

করোনা ভাইরাসের ভবিষ্যৎ অজানা: ডাব্লিউএইচও'র বিশেষজ্ঞরা

  • আন্তর্জাতিক
  • ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ০৯:৪৯:১৬

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে যাওয়ার ঘটনায় চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছেন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা। গতকাল রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী করা একেবারেই অসম্ভব। চীন সরকার যদিও আশাবাদী- শিগগিরই করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে। তবে জাপানের যাত্রীবাহী জাহাজে মার্কিন নাগরিকসহ যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে, তাতে এর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, তা এখনো বলা যাচ্ছে না। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে কেবল চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির হদিস পাওয়া গেলেও বর্তমানে ২৬ টি দেশে ছড়িয়ে গেছে। চীনের মূল ভূখন্ডের বাইরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত এক হাজার সাতশ ৭৫ জন মারা গেছেন এবং ৭০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি ছড়িয়ে পড়ার জেরে বেশ কয়েকদিন আগেই জরুরি অবস্থা ঘোষণা করে ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও'র প্রধান টেডরস আডহানম ঘিবরেয়াসস এক টুইট বার্তায় জানান, ডব্লিউএইচও'র হয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বেইজিং পৌঁছেছেন এবং প্রথমবারের মতো বৈঠকে বসেছেন। কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠেকাতে এবং একে নিয়ন্ত্রণ করার ব্যাপারে যৌথ প্রয়াস চালিয়ে যেতে চাই। এদিকে টানা ১২ দিন ধরে হুবেই প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে চলার পর সেই হার কিছুটা কমতে শুরু করেছে। তাতে অবশ্য আশা দেখছেন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ডাব্লিউএইচও মনে করছে, হুবেই প্রদেশে প্রকোপ কমলেও বৈশ্বিকভাবে এর ভবিষ্যৎ বলা মুশকিল।

মন্তব্য ( ০)





  • company_logo