• শিক্ষা

সেই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

  • শিক্ষা
  • ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৮:০৯:২২

চট্রগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক হেনস্তাকারী জুনায়েদ হোসেন জয় নামের সেই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে চট্রগ্রাম বিশ্বাদ্যিালয় প্রশাসান। রোববার 'হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি' কমিটির সভায় অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্যের ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুঁপড়ির এক দোকানে বসা নিয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীকে শারীরিকভাবে হেনস্ত্মা করেন জুনায়েদ হোসেন জয় নামের ওই ছাত্রলীগ কর্মী। তিনি ইতিহাস বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপুর অনুসারী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে আসতে বলা হলেও সে আসেনি। তাই অভিযোগ বিচার বিশ্লেষণ করে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুস্থ, স্বাভাবিক আচরণ করবে এটাই কাম্য। এটা কেউ যদি করতে ব্যর্থ হয় তাহলে সেটা ভাল হয় না।

মন্তব্য ( ০)





  • company_logo