• শিক্ষা

শেরপুরে একুশে বই মেলায় স্থানীয় কবি-লেখকদের যতো বই

  • শিক্ষা
  • ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৪:৪৭:১৪

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। এবারের বই মেলায় শেরপুরের ২০ জন কবি-লেখকের প্রায় ৫০টি বই প্রকাশিত হয়েছে। যা গতবারের তুলনায় দ্বিগুণ। গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে শুরু হয়েছে। প্রথম দিন থেকে শুরু করে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে বেশ জমে উঠেছে বইমেলা। মেলার স্টলের স্থান পাওয়া কবি-লেখকদের প্রকাশিত বইগুলো হচ্ছে: বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আজিজুর রহমান মন্ডল’র ‘রক্তে ভেজা মাটি’, নুরুল ইসলাম মনি’র ‘তুমি’, কবি-সাংবাদিক রফিক মজিদ’র ‘অদৃশ্য অনুভূতি’, যৌথ কাব্যগ্রন্থ ‘শেরপুর গাঙচিলকন্ঠ ও ‘সাহিত্যের সেনালী কাব্য’, কালাম বিন্ আব্দুর রশিদ’র ‘দেশরত্ন, মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির’র ‘বর্ণবাতি’, হাসান শরাফত’র ‘স্মৃতির পাতায় তুমি’ ও ‘নিয়তী’, জোবায়দা খাতুন’র ‘ভোগাই নদীর আত্মকথন’, জাহাঙ্গীর আলম’র ‘ভাষার গান’ ও রোজিনা তাসমিনে’র সাথে যৌথ কাব্যগ্রন্থ ‘আবীর ছোঁয়া স্মৃতি’, ‘সাহিত্যের সোনালী কাব্য’, ‘মাঝি তীরে বিড়াও নাও’ ও ‘ভাঙ্গা ঘরের ছাওনী’, বিপ্লব সাহা’র ‘অধরা মাধুরী’, আজাদ সরকার’র ‘মেঘের জলছাপ’, নাছরীন লিপা’র ‘ডাইনি এলো চুপিসারে। কবি-লেখক-ছড়াকার মোস্তাফিজুল হক’র একক-যৌথ মিলে সর্বোচ্চ ১৫টি বই প্রকাশিত: এগুলো হল- কাব্যগ্রন্থ- ইচ্ছে ডানার পাখি, পরির মেয়ে ও মধুমতির তীরে। গল্পগ্রন্থ- বিদেশী মজার গল্প, জ্ঞানের আলো, তিন রসিকের হাসির মেলা ও হাট্টিমাটিম টিম এর ১০০ গল্প। এছাড়া পাঠ্যবই এসেছে- সহজভাবে গুনতে শিখি, বাংলা ছড়া ও জঐণগঊঝ, মায়ের কাছে প্রথম পড়া, সহজভাবে ছোটদের সাধারণ জ্ঞান, এসো সহজভাবে আঁকতে শিখি, বাংলা বর্ণমালা লিখতে শিখি, ঊধংু যধহফ ৎিরঃঃরহম ঢ়ৎবপঃরপব এবং ১০০০ ড়িৎফং। ছড়াকার মহিউদ্দিন বিন জোবায়েদ’র ৫টি একক কাব্যগ্রন্থ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হল- জীবন ও কবিতা, এক পশলা বৃষ্টি, দুঃখিনী মা, সাহসের বহমান নদী ও মায়াবী ডাক। আশরাফ আলী চারু’র ২টি গ্রন্থ এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হল- মুখোশের মুখোশ ও লাল পুটি ব্যাঙ মাসি। এছাড়া যৌথ কাব্যগ্রন্থ এসেছে ৫টি। এগুলো হল- ভাঙ্গা বেহালা, আবীর ছোঁয়া স্মৃতি, মাঝি তীরে নাও ভিড়াও, কবি ও কবিতা ও হাট্টিমাটিম টিম এর ১০০ গল্প। কবি আল হেলাল’র ৩টি একক কাব্যগ্রন্থ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হল- মেঘলা আকাশ, বিজয়িনী ও শিমুল ডাঙ্গার পথে। এ ছাড়া ইসলামী লেখক মোহাম্মদ মনিরুজ্জামান’র ৩টি একক বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে : জান্নাতের পথে, রবের আদেশ ও কবরের প্রশ্ন। এছাড়া শেরপুরের কবি-লেখকদের বিভিন্ন সময়ে প্রকাশিত বইসমূহ বিভিন্ন স্টলে স্থান পেয়েছে। এগুলো হচ্ছে : কবি-সাংবাদিক-কলামিষ্ট তালাত মাহমুদ’র ‘লোকহীন লোকারণ্য’ ও সম্পাদনা- ‘শিক্ষা ভাবনা তৃণমূল হতে’, মুহাম্মদ আবু বকর’র ‘ক্ষয়িষ্ণু’, মোস্তফা জিন্নাহ’র ‘রক্ত সবুজে বাংলা’, আব্দুর রাজ্জাক’র ‘প্রতিদিনের শব্দ’, আনিসুর রহমান রিপন’র ‘কষ্টে আছি প্রিয়তমা’, মোহাম্মদ রবিউল আলম টুকু’র- ‘বুকের জমিনে বসতি’, শফিউল আলম’র ‘স্বপন প্রদীপ’ ইত্যাদি। কবি সংঘ বাংলাদেশের সভাপতি, সাংবাদিক-কলামিষ্ট তালাত মাহমুদ বলেন, শেরপুর হচ্ছে কবিদের শহর। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, প্রতিবছরের এ বই মেলাতেই অনেক নবীন কবি-লেখক বের হয়ে আসছে। শেরপুরের কবি-লেখকদের সাহিত্য চর্চায় বরাবর নবান্ন ভূমিকা পালন করে আসছে। কবি সংঘ বাংলাদেশ এ ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহণকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ডিসি উদ্যান চত্ত্বরে ৯ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। মেলার সমাপ্তি ঘটবে ২৯ ফেব্রুয়ারী শনিবার।

মন্তব্য ( ০)





  • company_logo