• শিক্ষা

নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অপসারনের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

  • শিক্ষা
  • ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭:৩৫

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলামের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ভিক্টোরিয়া কলেজ চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের কুড়িগ্রাম বাধাঘাট এলাকায় গিয়ে শেষ হয়। কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের হোসেন মিছিলটির নেতৃত্বে দেন। এসময় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ইয়ামিন মোল্যা, ছাত্রলীগ নেতা মাহাবুব রহমান প্রমুখ। বক্তারা অধ্যক্ষের নানা দূর্নীতি অনিয়মের বিষয় উল্লেখ্য করে বলেন, প্রফেসর মোঃ রবিউল ইসলাম অধ্যক্ষ হিসেবে যোগদানের পর কলেজে নানা অনিয়ম দূর্নীতি শুরু হয়েছে। কোচিং বানিজ্য বন্ধ করার দাবি করলেও অদৃশ্য কারনে কোচিং বন্ধ হচ্ছে না। নিয়মিত ক্লাস হয় না। কলেজে শিক্ষকরা অনিয়মিত বলে অভিযোগ করে বক্তারা বলেন, শিক্ষকরা ঠিকমত ক্লাস নেন না। কয়েকজন শিক্ষক মাঝে মধ্যে কলেজে আসেন। সে কারনে কলেজে শিক্ষার্থী হাজিরা একেবারেই নগন্য। তারা আরও বলেন, কলেজে অভিভাবক সমাবেশ করার নীতিমালা থাকলেও তা করা হয় না। অধ্যক্ষের গাফিলতির জন্য কলেজের উন্নয়ন বরাদ্দের অর্থ ফেরত গিয়েছে। অথচ নামকাওয়াস্তে কাজ করে লাখ লাখ টাকা খরচ দেখানো হয়েছে। অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারনে কলেজের উন্নয়ন ও পাঠদান বাধাগ্রস্থ হচ্ছে। তাই অচিরেই তাকে অপসারন করে কলেজের শিক্ষার মান ফিরিয়ে আনা জরুরী।

মন্তব্য ( ০)





  • company_logo