• শিক্ষা

প্রাথমিক সমাপনীর পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

  • শিক্ষা
  • ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৭:৫৮

সিএনআই ডেস্কঃ  প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফল পরিবর্তন হয়েছে ২৪ হাজার শিক্ষার্থীর। অসন্তুষ্টদের বিষয়ভিত্তিক ১ লাখ ২০ হাজার ১২৭টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। ২০১৯ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয় গত বছরের ৩১ ডিসেম্বর। এ পরীক্ষায় অংশ নেয় ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ দশমিক ৫০ ভাগ। আর ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ দশমিক ৯৬ শতাংশ। চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৩৭ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল। সমাপনী পরীক্ষায় ৩লাখ ২৬ হাজার ৮৮ জন শিক্ষার্থী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ১১ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল। এই ফলে অসন্তুষ্ট ১ লাখ শিক্ষার্থী গত ১৫ জানুয়ারির মধ্যে ফল পুনর্নিরীক্ষার আবেদন করেন। পুনর্নিরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo