• সমগ্র বাংলা

শরীয়তপুরে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা
  • ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:২৬:২৪

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার মহাপরিচালক (অনুঃ ও তদন্ত-২) মোঃ জাকির হোসেন। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন-উল-হাসান,শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন উর রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ,শরীয়তপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo