• শিক্ষা

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

  • শিক্ষা
  • ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৫২:১৫

সিএনআই ডেস্ক: রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ঢাকা কলেজের রাহাত, তানভীর, সাফওয়ান, সোয়াদ ও নেহাল। সিটি কলেজের অপর আহত শিক্ষার্থী ফয়সাল। অপর শিক্ষার্থী নেহালকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিটি কলেজের আহত শিক্ষার্থী ফয়সালকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাহাতের পেটে, তানভীরের হাতে ও পিঠে, সোয়াদের পেটে, নেহালের পায়ে ও সাফওয়ানের পিঠে ছুরিকাঘাত রয়েছে। আহত সবাই ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী৷ ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের একটি মিটিংয়ে ছিলাম। মিটিং শেষে ঘটনাটি শুনে ঢাকা মেডিকেলে গিয়েছি। দেখলাম ৫ জন আহত, একজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে, দু'জনের অবস্থা গুরুতর এবং একজনকে সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে শুনলাম, কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাসায় ফিরছিল। তখন সাইন্সল্যাব এলাকায় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ছুরিকাঘাত করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo