• জাতীয়

গ্রেফতারকৃত আরিফুল আমার সহকারি না, আমার কোন সহকারি নেই; ইশরাক

  • জাতীয়
  • ৩০ জানুয়ারী, ২০২০ ১৭:৩৪:৩৯

সিএনআই ডেস্ক: রাজধানীর গোপীবাগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলি ছোড়ার অভিযোগে বিএনপি মেয়র প্রার্থীর ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে মেয়র প্রার্থী ইশরাক দাবি করেছেন, তার কোনো সহকারীই নেই। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত রোববার রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলি ছোড়ার অভিযোগ ওঠে গ্রেফতার আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ সময় তার কাছে থাকা অস্ত্রটি জব্দ করা করা হয়। রোববার রাজধানীর টিকাটুলী মোড় থেকে ইশরাক হোসেন কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে সেন্ট্রাল উইমেন্স কলেজের গলিতে ঢোকার সময় কলেজের মূল ফটকে সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে আওয়ামী লীগ–সমর্থিত ৩৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর প্রার্থী রোকনউদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে ইশরাকের কর্মী-সমর্থকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষই একে ওপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশের পক্ষ থেকে গ্রেফতার আরিফুলকে ইশারাকের পিএস বলা হলেও বিএনপি প্রার্থী ইশরাক তা অস্বীকার করেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাদেক হোসেন খোকাপুত্র ইশরাক জানান, তার কোনো ব্যক্তিগত সহকারী বা একান্ত সচিব নেই। তবে গ্রেফতারকৃত এই ব্যক্তি বিএনপির সমর্থক বলে জানানো হয়েছে বিবৃতিতে। ইশরাকের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আরিফুল ইসলাম নামে একজনের গ্রেফতারকে কেন্দ্র করে তাকে ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে গত রাতেই ইশরাক হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, তার কোনো ব্যক্তিগত সহকারী বা একান্ত সচিব নেই। তিনি দলের একজন সমর্থক মাত্র। সে হিসেবে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অন্যদের মতই স্ব উদ্যোগে অংশ নিয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo