• সমগ্র বাংলা

মৌলভীবাজার চারজনকে হত্যার পর আত্মহত্যার ঘটনায় মামলা

  • সমগ্র বাংলা
  • ২০ জানুয়ারী, ২০২০ ১০:৫২:০২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানে স্ত্রী ও শাশুড়িসহ চারজনকে কুপিয়ে হত্যার পর ঘাতক শ্রমিকের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার রাতে বড়লেখা থানায় হত্যা ও অপমৃত্যর দুটি মামলা করা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার ভোরে বড়লেখায় চারজনকে খুনের পর আত্মহত্যা করেন নির্মল কর্মকার নামের এক শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী জলি বুনার্জি (৩০) ও শাশুড়ি লক্ষ্মী বুনার্জিকে (৬০) কুপিয়ে হত্যা করেন নির্মল কর্মকার (৩৮)। ঠেকাতে গেলে প্রতিবেশী বসন্ত বক্তা (৬০) ও তাঁর মেয়ে শিউলী বক্তাকেও (১৪) হত্যা করেন তিনি। বসন্ত বক্তার স্ত্রী কানন বক্তাকেও (৪০) কুপিয়ে আহত করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকেল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদরের ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মন্তব্য ( ০)





  • company_logo