• অর্থনীতি

৮৭ লাখ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য ৫ বছরে

  • অর্থনীতি
  • ২৯ জানুয়ারী, ২০২০ ১১:০৩:৩০

সিএনআই ডেস্ক: আগামী পাঁচ বছরে ৮৬ লাখ ৯৮ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। কর্মসংস্থান সৃষ্টি করা হবে ১ কোটি ৫ লাখ। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ৫১ শতাংশ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২৫) এই লক্ষ্য নির্ধারণ করেছে পরিকল্পনা কমিশন।

এতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি উপস্থাপন করবেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। এ প্রসঙ্গে জানতে চাইলে ড. শামসুল আলম বলেন, পরিকল্পনাটি এখনও চূড়ান্ত হয়নি। যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেগুলো সবই সম্ভাব্য। পরিকল্পনাটি উপস্থাপনের সঙ্গে সঙ্গে উন্নয়ন সহযোগীদের ভূমিকা কি হতে পারে সেসব বিষয়ও উপস্থাপন করা হবে। বিডিএফ বৈঠকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে যেসব সহায়তা চাওয়া হবে সেগুলো হল- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে প্রতিশ্রুত অর্থ সরবরাহ করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অতিরিক্ত বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।
 

মন্তব্য ( ০)





  • company_logo