• জাতীয়

৬৭ বিদেশি পর্যবেক্ষক থাকবে ঢাকা সিটি নির্বাচনে, যুক্তরাষ্ট্রেরই ২৭ জন

  • জাতীয়
  • ২৯ জানুয়ারী, ২০২০ ১১:৫৮:২৩

সিএনআই ডেস্ক: ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বিভিন্ন দেশের অন্তত ৬৭ পর্যবেক্ষক। এর মধ্যে যুক্তরাষ্ট্রেরই ২৭ জন। বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন। (ইসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫, নেদারল্যান্ডসের ৬, সুইজারল্যান্ডের ৬, নরওয়ের ৪, ডেনমার্কের ২ ও জাপানের ৫ জন পর্যবেক্ষক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছেন। তাদের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া আরও ২২টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo