• সমগ্র বাংলা

বান্দরবানে অগ্নিকাণ্ডে বসত ঘর ও দোকান পুড়ে ছাই

  • সমগ্র বাংলা
  • ২৯ জানুয়ারী, ২০২০ ১৪:৩৪:১৬

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি বাজারে আগুনে ৮ টি দোকান ও বসত ঘরে পুড়ে গেছে । মঙ্গলবার রাত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন লানিংপ্রু মারমা, মো. রাসেল (মুরগির দোকান), জাহাঙ্গীর আলম (টিন,সিমেন্ট), বাবলু বড়ুয়া (চাউল), খোকন বড়ুয়া (মোডি), থুইক্যঅং মারমা (কাঁচামাল স্টক), ক্যসাইনু (লুছোঅং) মারমা (স্টেশনেরী ও লাইব্রেরী), গরাচিং মারমা (মুডি) সহ ৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দোকানদাররা জানান, মো: রাসেলের মুরগির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। পরে আগুন দ্রুত চারপাশ ছড়িয়ে পড়লে আরো ৭টি দোকান ও বসত ঘরে পুড়ে যায় । রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, রাতে বাজারে আগুনের সূত্রপাত ঘটলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । বাবলু বড়ুয়া,জাহাঙ্গীর আলম ও থুইক্যঅং মারমা সহ ক্ষতিগ্রস্তরা বলেন, ৭টি দোকানে মিলে নগদ টাকাসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক টাকার মালামালও বের করতে পারেনি । রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার উচিং মারমা বলেন, প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখোনো নির্ধারণ করতে পারেনি । ঘটনা স্থলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মেহেদী হাসান ও থানা অফিসার ইনচার্জ ওসি মো: শরিফুল ইসলাম পরিদর্শন করেন।

মন্তব্য ( ০)





  • company_logo