• সমগ্র বাংলা

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

  • সমগ্র বাংলা
  • ২২ জানুয়ারী, ২০২০ ১৭:৩০:২১

লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭/৪ নং পিলারের নিকট এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর পুত্র সুরুজ মিয়া (১৭) ও একই গ্রামের শাহাজান আলীর পুত্র সুরুজ আলী (৩০)। জানাগেছে, ৩০ জনের একটি দল ভারত থেকে গরু আনতে বের হয়। এদের মধ্যে ১০জন বিজিবি সদস্যদের গতি পথ ফলো করে। আর ২০জন ভারতীয় সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা আমঝোল সীমান্তের ৯০৭/৪ নং পিলারের নিকট পৌছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে গুলি করে। এতে দুইজন গুরতর আহত হয়। আহত অবস্থায় বাংলাদেশী সীমান্তের এপারে আসলে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া বলেন, বিএসএফের গুলিতে নিহতরা গরু ব্যবসায়ী। তারা ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যায়। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল ইসলাম জানান, দুই জনের মৃত্যু হয়েছে। কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo