• সমগ্র বাংলা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

  • সমগ্র বাংলা
  • ২৪ জানুয়ারী, ২০২০ ১০:৩২:২৬

সিএনআই ডেস্ক: প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল এ রুটে। আজ শুক্রবার সকাল ৮ টায় কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসায় চালকরা ছয়টি ফেরি মাঝ নদীর বিভিন্ন পয়েন্টে নোঙ্গর করে রাখতে বাধ্য হয় বলে জানান তিনি। আট ঘণ্ট ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যান। এসব যানবাহনের যাত্রীদের প্রায় সারা রাত ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo