• আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আজ প্রকাশ করবেন ট্রাম্প

  • আন্তর্জাতিক
  • ২৮ জানুয়ারী, ২০২০ ১৩:২৩:৩৮

আন্তর্জাতিক ডেস্কঃ বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আজ মঙ্গলবার প্রকাশ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার ওই ঘোষণা দেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা তার এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। খবর আরব নিউজের। ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তজের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে যৌথ বিবৃতিতে পরিকল্পনা প্রকাশ্যে পেশ করবেন তিনি। ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরাইলঘেঁষা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনিরা প্রথমে এ পরিকল্পনা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। প্রথমে তারা এটি চাইবে না। তবে এতে তাদের লাভ হবে। বাস্তবে তাদের জন্য এটি খুবই ভালো। তাদের ছাড়া শান্তি পরিকল্পনা চুক্তি করতে পারব না। এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এটি একটি মহান পরিকল্পনা। সত্যিকারভাবে কাজে লাগানোর মতো একটি পরিকল্পনা এটি। ফিলিস্তিনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্পের এ পরিকল্পনা পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় স্বাধীন রাষ্ট্র গড়ার ফিলিস্তিনিদের আশা গুঁড়িয়ে দেবে। তারা বলছেন, ফিলিস্তিনিদের ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হয়নি। আর ফিলিস্তিনিদের ছাড়া কোনো শান্তি পরিকল্পনাই ফলপ্রসূ হতে পারে না। মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল বৈঠকের প্রাক্কালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতে এ শান্তি পরিকল্পনাকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এতে জড়িত না হওয়ার দাবি জানাচ্ছি।

মন্তব্য ( ০)





  • company_logo