• জাতীয়

২২,৯৪৫ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন একনেকে

  • জাতীয়
  • ২১ জানুয়ারী, ২০২০ ১৩:১৯:৪৫

সিএনআই ডেস্ক: দেশে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে যার  ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫শ ২৫ কোটি টাকা। সকালে রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আরও ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয় যার ব্যয়ে ২২ হাজার ৯শ ৪৫ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৮৪৯ কোটি টাকা ব্যয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, ৩৯৩ কোট টাকা ব্যয়ে কিশোরগঞ্জ জেলার হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং ৩৬৯ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক ও লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার-সোনাপুর-মাইজদী সড়ক প্রশস্তককরণ প্রকল্প।  বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।

মন্তব্য ( ০)





  • company_logo